রাজধানী
দোল উৎসব, আবির খেলার দিন

ঢাকা: “রঙ যেন মোন মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে
সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে
রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে।”
রবি ঠাকুর এভাবেই ব্যাক্ত করেছিলেন দোল ফাগুনের আকুতি। আজ ছিলো সেই দোল পূর্ণিমা, আবির খেলেবার দিন।