বাণিজ্য বার্তা
‘নগদে স্মার্টফোন’ ক্যাম্পেইন এর বিজয়ী গ্রাহককে স্যামসাং এ২০ হ্যান্ডসেট হস্তান্তর

নগদ নিয়ে এলো ‘নগদে স্মার্টফোন’ জিতার সুযোগ ক্যাম্পেইন এর বিজয়ী গ্রাহক মোঃ আবুল হোসেন কে স্যামসাং এ২০ হ্যান্ডসেট উপহার হিসেবে হস্তান্তর করলেন নগদ এর ঢাকা উত্তরের রিজিওনাল সেলস ম্যানেজার কাজী হা-মিম সালেহ। উপস্থিত ছিলেন নগদ এর মিরপুর এর এরিয়া ম্যানেজার কামরুল হোসেন এবং নগদ এর উদ্যোক্তা বন্ধু।
আপনি নগদ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করলেই (সেলফ রেজিস্ট্রেশন অথবা আপনার নিকটস্থ উদ্দোক্তা পয়েন্টে থেকে) নিশ্চিত ২৫ টাকা আয়ের সুযোগ আর প্রশ্নের সঠিক উত্তর দিয়েই জিতে নিতে পারেন স্যামসাং Note10+ অথবা আকর্ষনীয় স্মার্টফোন!
দেশের প্রথম ডিজিটাল সেলফ রেজিস্ট্রেশন পদ্ধতিতে নগদ অ্যাপ খুলতে দরকার মাত্র চারটি স্মার্ট ধাপ – অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন। তাহলে আর দেরি কেনো! এখনই রেজিস্ট্রেশন করুন নগদ অ্যাপ-এ আর লুফে নিন স্যামসাং নোট টেন প্লাস জিতে নেওয়ার সুযোগ!
অ্যাপ ইন্সটল করতে ক্লিক করুন এই লিংকে: onelink.to/nagadapp