বাণিজ্য বার্তা
নতুন সদস্যদের সংবর্ধনা দিল এসিসিএ বাংলাদেশ

প্রতিবছরের মতো এবারও নতুন সদস্যদের সংবর্ধনা দিল অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এই সম্মাননা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর ৬৯ জন নতুন এসিসিএ মেম্বার এবং ১৬ জন নতুন এফসিসিএ মেম্বারদের এসিসিএ বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে এসিসিএর পুরনো ও নতুন সদস্যদের শুভেচ্ছা জানান এসিসিএ বাংলাদেশের প্রধান মোঃ আহসানুল হক বাশার। তিনি তার বক্তৃতায় নতুন মেম্বারদের সততা ও আন্তরিকতার সাথে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখার পাশাপাশি নেতৃত্বগুণ আয়ত্ব করার আহবান জানান। এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাফায়াত আলী চয়ন বলেন, প্রতিবছর ব্যাপক উৎসাহ এবং গুরুত্বের সাথে এসিসিএ বাংলাদেশ এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে জানানো হয়, এসিসিএর সবগুলো এক্সাম পরিক্ষা করার পাশাপাশি তিন বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষার্থীকে এসিসিএ মেম্বারশিপ প্রদান করা হয়। পাঁচ বছর এই মেম্বারশিপ ধরে রাখলে তিনি এফসিসিএ সদস্য হিসেবে বিবেচিত হন।