বিনোদন
‘নিখোঁজ সংবাদ’ মঞ্চস্থ

ঢাকা: ভুলে যাওয়া বাংলা শব্দ পুনরুজ্জীবিত করতে কোকা-কোলা বাংলাদেশে মাসব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ মঞ্চস্থ হয়েছে নাটক ‘নিখোঁজ সংবাদ’। এছাড়াও নাটকটি দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে মঞ্চস্থ হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী চলছে কোকা-কোলার ‘নিখোঁজ শব্দের খোঁজে’ ক্যাম্পেইন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক পূর্বক্ষণে ১৬ ফেব্রুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেশব্যাপী ‘নিখোঁজ সংবাদ’ শীর্ষক নাটকের পর্দা উম্মোচিত হয়।