খেলা
নির্বাচনে রোনালদিনহো

ব্রাজিল এবং বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহো বুটজোড়া তুলে রেখেছেন বেশ কিছুদিন আগে। এখন হয়েছেন ফুটবলের শুভেচ্ছা দূত। বার্সেলোনার শুভেচ্ছা দূত হয়ে বেশ কিছুদিন আগেই এদেশ-সেদেশ ঘুরে বেড়িয়েছেন। এবার রোনালদিনহোর ব্রত হলো মানবসেবার। সে লক্ষ্যে তো উপর্যুক্ত জায়গায় যেতে হবে! সুতরাং, রোনালদিনহো জড়িয়ে পড়ছেন রাজনীতিতে। প্রতিদ্বন্দ্বীতা করবেন নির্বাচনে। সে লক্ষ্যে মনোনয়ন পত্রে স্বাক্ষরও করে ফেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
আগামী অক্টোবরেই ব্রাজিলের সাধারণ নির্বাচনে হয়তো সিনেট কিংবা চেম্বার অব ডেপুটিসের যে কোনো একটি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। গত বছর ফুটবলকে পুরোপুরি বিদায় জানানোর পরই রোনালদিনহো ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে যে কোনো সময় রাজনীতিতে নামতে পারেন তিনি। তার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মাত্র এক বছরের মাথায়।