ক্রিকেট
নিষিদ্ধই হলেন স্মিথ-ওয়ার্নার, ব্যানক্রফট

সিডনি: প্রত্যাশিতই ছিল বল বিকৃতির অভিযোগে অধিনায়ক ও সহ-অধিনায়ক স্মিথ এবং ওয়ার্নারকে একবছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠাল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ টিভি ক্যামেরাতে ধরা পড়া আর এক অভিযুক্ত ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসন দিয়েছে অজি ক্রিকেট বোর্ড৷।
সিএ পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী ২ বছর অস্ট্রেলিয়ার অধিনায়ক কিংবা সহ–অধিনায়ক হতে পারবেন না স্টিভ এবং ওয়ার্নার।
অর্থাৎ আগামী বছরের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে ফেরত আসার কোনও সম্ভাবনা নেই স্মিথ, ওয়ার্নারের। তারপর রয়েছে অ্যাশেজ। ব্যাংক্রফ্ট অবশ্য চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ই দলে ফিরে আসতে পারবেন। যদিও রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট তিন ক্রিকেটার।
স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া খেলেছে ৩৪ টেস্ট। জয় ১৮টিতে। হার ১০টিতে। ড্র ৬টি। এটা ঘটনা স্মিথ এবং ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়া সমস্যায় পড়বে। কারণ টেস্ট হোক বা একদিনে। দু’জনেই অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
এর আগেই অজি-প্রোটিয়া চতুর্থ টেস্ট থেকে তিনজনকে বরখাস্ত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷