দৈনিক ভালো খবর
নুসরাত জাহান রাফি হত্যা মামলার সকল আসামি গ্রেফতার

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রানা ও এমরান হোসেন মামুন নামে আরো দুজন আসামি গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। রানা ও মামনু গ্রেফতার নিয়ে শনিবার পর্যন্ত নুসরাত হত্যাকাণ্ডে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে নুসরাত জাহান রাফি হত্যা মামলার সকল আসামি গ্রেফতার হলো।
এছাড়া সংশ্লিষ্ট মামলায় এজাহারের বাইরে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিনতলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।