বিনোদন
নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শার্লিন

মুম্বাই: শরীর নিয়ে গোঁড়ামি কোনওদিনই ছিল না তাঁর। যা সুন্দর তা প্রকাশ্যে প্রদর্শন করতে কখনও কার্পণ্য করেননি শার্লিন চোপড়া। সেই সৌজন্যেই একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে প্লে-বয় ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন। তবে সেখানেই থেমে থাকতে রাজি নন বলিউড নায়িকা। নিজের অনুরাগীদের জন্য নিত্যদিনই সোশ্যাল মিডিয়ায় নানা অবতারে দেখা দেন তিনি। এবার এলেন সিক্তবসনা হয়ে। যা দেখে ফের মুগ্ধ হলেন শার্লিন-অনুরাগীরা।
শাওয়ারের নিচে সিক্ত শরীরের সৌন্দর্য তুলে ধরেছেন শার্লিন। নেপথ্যে রয়েছে মন ভোলানো সংগীত। ছাই রঙের পোশাকে শরীরের প্রতিটি অঙ্গ-বিভঙ্গ পরিষ্ফুট।
শরীর যদি সুন্দর হয় তা দেখাতে কিংবা দেখতে কারও আপত্তি থাকার কথা নয়। এমনটাই মনে করেন শার্লিন। তাই কেরিয়ারের শুরু থেকেই শরীর নিয়ে গোঁড়ামি ভাঙতে চেয়েছেন।