রাজধানী
নয়াপল্টনে শপিংমলে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: ঢাকার নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সের লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর সকালে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি দোকান পুড়ে গেছে।
আগুন ছড়াতে না পারায় মার্কেটের অন্যান্য দোকানের ক্ষতি হয়নি বলে জানান তিনি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
নতুন বার্তা/এমআর