ঢাকার বাইরে
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আল্লাই কাগজিপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার প্রয়াত মো. শরীফের ছেলে মাহবুবুর রহমান (৪৫) ও আগ্রাবাদ এলাকার সিরাজুল হকের ছেলে মোজাম্মেল হক লিটন (৩৬)।
পটিয়া থানার এসআই মোশাররফ জানান, কাগজীপাড়ায় সুগন্ধা বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
নতুন বার্তা/কেকে