ব্যবসা ও বাণিজ্য
পর্দা নামলো উইল ফেস্ট-এর

ঢাকা: নারী দিবসে শুরু হওয়া ৩ দিনের উৎসব উইল ফেস্ট-এর সমাপণী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হলো অনুস্মরণীয় নারীদের। কর্মক্ষেত্রে এবং সামাজিক অবস্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেয়া হলো এই পুরষ্কার। ওমেন ইন লিডারশীপ এর এই আয়োজনে প্রদত্ত এই পুরষ্কার পরিবেশিত হয়েছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর সৌজন্যে।