জাতীয়
পাইলটের দক্ষতায় বেঁচে গেলো শত মানুষের প্রাণ

ঢাকা: ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার বোয়িং ৭৩৭ উড়োজাহাজ যান্ত্রিক ক্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। তবে এর ১৬৪ যাত্রী ও ৭ ক্রু নিরাপদে আছেন। এতে বিমানের বেশ ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ আছে।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বেলা সাড়ে এগারোটায় ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। কিছুক্ষণ পর চাকায় ত্রুটি ধরা পড়লে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাইলট অত্যন্ত দক্ষতার সাথে জরুরী অবতরণ করে বিমানটি। এতে বেঁচে যায় শত শত যাত্রীদের জীবন।