আর্টস
পিছিয়ে পরা আত্মার জবানবন্দি

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় তরুণ কবি তান্ত্রিক রঙ্গনের প্রথম কাব্যগ্রন্থ ‘পিছিয়ে পড়া আত্মার জবানবন্দি’ অর্বাক প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি করেন, তবে এই বইয়ের কবিতাগুলো ২০১৪ থেকে ২০১৬ এর মধ্যে লেখা।