বিনোদন
পূজার সাহায্যে এগিয়ে এলেন সালমান

নয়াদিল্লি: ১৯৯৫-এর সিনেমা বীরগতি-তে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ডডওয়ালকে। এখন যক্ষা রোগে ভুগছেন তিনি। আর এই রোগ চিকিত্সার মতো অর্থ তার নেই। এজন্য তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় তার সাহায্যে এগিয়ে আসার জন্য সলমনের কাছে আবেদন জানিয়েছিলেন। এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান। তিনি বলেছেন, পূজার অসুস্থতার বিষয়টি জানা ছিল না তার। পূজার সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে তার পুরো দল।