পশ্চিমবঙ্গ-আসাম-ত্রিপুরা
প্রণব মুখার্জী কেন হিন্দুত্ববাদীদের সহিষ্ণুতার বাণী শোনালেন?

ঢাকা: ভারতের হিন্দু পুণরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সদর দপ্তর নাগপুরে বৃহঃষ্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আজীবন কংগ্রেস করা বর্ষিয়ান রাজনীতিক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
নিজে যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে এসেছেন সারা জীবন, তার ঠিক বিপরীত মেরুতে অবস্থানরত একটি সংগঠনের সভায় যেতে তিনি কেন রাজী হলেন আর সেখানে ভাষণে কী বলেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল।