বাণিজ্য বার্তা
প্রযুক্তির নতুন উদ্ভাবন মিনিস্টারের আই প্রোটেকটিভ এলইডি টিভি

বাচ্চাদের খেলার জায়গা আর সঙ্গীর অভাবে টিভিই হয়েছে একমাত্র বিনোদনের মাধ্যম। এছাড়াও বর্তমানে বাচ্চাদের খাওয়ার জন্য টিভিতে কার্টুন দেখিয়ে ভোলায় মায়েরা। বর্তমানে বাচ্চা সহ সব বয়সের মানুষের জন্য মোটা চশমা একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। কারণ টিভি স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। এই সমস্যা সমাধানে মিনিস্টার হাইটেক-টেক পার্ক লি. নিয়ে এলো আই প্রোটেক্টিভ টেকনোলজি দ্বারা তৈরি এলইডি টিভি। তাই চোখের ক্ষতি করেনা। উন্নত মানের প্যানেল এবং সার্কিট ব্যবহার করা হয় মিনিস্টার এলইডি টিভিতে। এছাড়া শিশুরা কম্পিউটার নিয়ে যথেষ্ট আগ্রহী। একের ভেতর অনেক হিসেবে থাকছে মিনিস্টার এলইডি টিভিকে কম্পিউটার মনিটর হিসাবে ব্যবহারের সুযোগ। চমৎকার ছবি ও শব্দ সাথে বিদ্যুৎ খরচ খুবই কম। সম্পুর্ণ এইচডি সিস্টেম এবং বজ্রপাতে প্যানেল নষ্ট হয় না। ১ বছরের রিপ্লসমেন্ট গ্যারান্টি ও ৭ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এই এলইডি টিভিতে।
তাই চোখের সুরক্ষার জন্য সকলের পছন্দ মিনিস্টারের এলইডি টিভি। বাজারে বিভিন্ন কোম্পানির টিভি আছে জেনেও সকলের চোখের যত্নে মিনিস্টার হাইটেক-টেক পার্ক লি. এর নতুন পণ্য আই প্রটেকটিভ টেকনোলজি দ্বারা নির্মিত এলইডি টিভি। ১৯ ইঞ্চি এবং ২০ ইঞ্চি গ্লোরিয়াস এলইডি টিভি মাত্র ১২ হাজার ৭৯৬ টাকা।