লাইফস্টাইল
প্রেম নিবেদনের আগে ৬টি বিষয় মাথায় রাখুন

ফাগুন গেলেও মনের বসন্ত কিন্তু সব সময়ই বিরাজমান। চাইলেই যে কোনও সময় আপনি প্রেমে পড়তে পারেন। কি? ইতিমধ্যেই প্রেমে পড়েছেন অথচ বলতে পারছেন না? যদি ভুল বোঝে, এই ভেবে? সাহস করে বলেই ফেলুন মনের কথা। তার আগে পছন্দের মানুষটিকে বোঝার চেষ্টা করুন।