ক্রিকেট
ফাইনাল টাইগারদের দুর্ভাগ্য কাটবে এবার?

ঢাকা: ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো কোনো আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সন্ধ্যায় কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে নিদাহাস ট্রফির শিরোপা জেতার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ মোট চারবার দুইয়ের অধিক দল নিয়ে করা টুর্নামেন্টের ফাইনালে ওঠেছিলো।
২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলংকা। সেবার বাংলাদেশ ১৫২ রান তোলে শুরুতে ব্যাট করে।
মাত্র ৬ রানে শ্রীলংকার ৫ উইকেট পড়ে যায়। তবে শেষদিকে লংকান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন ব্যাট হাতে ১৬ বলে ৩৩ রান করে দুই উইকেটে শ্রীলংকাকে ম্যাচ জেতান।
২০১২ সালে এশিয়া কাপে ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ। ঢাকায় মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটিতে দুই রানে হেরে যায় বাংলাদেশ। শেষ ওভারে ৬ বলে ৯ রান প্রয়োজন ছিল।
২০১৬ তে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
তবে এই ম্যাচটিতে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
তবে এবারই প্রথম বাংলাদেশ ফাইনালে খেলছে মাশরাফি কে ছাড়াই।
এর আগের চারটি ফাইনালে মাঠে ছিলেন তিনি।