বিদেশ
ফিলিপাইনের রহস্যময় ‘চকোলেট’ পাহাড়

ফিলিপাইনের বোহল দ্বীপের উপর দিয়ে উড়োজাহাজ কিংবা হেলিকপ্টারে উড়ে যাবার সময় নিচের দিকে তাকালে এক অভূতপূর্ব দৃশ্য নজরে পড়বে। মনে হবে যেন মাঠের ভেতর সারি সারি খড়ের গাদা বসানো। এগুলো আসলে সারি সারি ঢিবির মতো পাহাড়। শুকনোর দিনে সব কটির রং বাদামি। যেন প্রকাণ্ড এক একটি খাঁজকাটা চকোলেট।