ব্যবসা ও বাণিজ্য
ফেইসবুক কন্টেস্ট এবং ডিআইটিএফ লটারি বিজয়ীরা

ঢাকা: বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, সম্প্রতি গুলশান প্রধান কার্যালয়ে ফেইসবুক ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
বিজয়ীরা হলেন, অপো এফ৫ ক্যাম্পেইন বিজয়ী তাজরীন জাহান, মিট উইথ তাসকিন ক্যাম্পেইন বিজয়ী সোহাগ, ইয়ুথ ক্যাম্পেইন এফ৫ বিজয়ী রুমা রায়। এতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চার জন লটারি বিজয়ীকেও পুরষ্কার দেওয়া হয়। বিজয়ীরা হলেন, আলমগীর, নিগার, সাইফুল এবং মোফাজ্জল। অপো বাংলাদেশের সিনিয়র অফিসার – ডিজিটাল মার্কেটিং মোস্তাকিম বিল্লাহ সাদ এবং সিনিয়র সোস্যাল মিডিয়া এক্সিকিউটিভ নাজমুস সাকিব বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।