বিনোদন
ফের বাবা হচ্ছেন শাহরুখ খান?

মুম্বাই: হ্যাঁ ঠিকই পড়ছেন। সম্প্রতি এটা জানতে পেরে এক ভক্ত টুইটারে শাহরুখকে তাঁর চতুর্থ সন্তান প্রসঙ্গে জিজ্ঞাসাও করেছেন। আর সেই ভক্তের কৌতূহলের জবাবও দিয়েছেন শাহরুখ! তা হলে কি সত্যিই আরিয়ান, সুহানা আর আব্রামের আরও একটি ভাই বা বোন আসতে চলেছে? শাহরুখ কী বলছেন?