ব্যবসা ও বাণিজ্য
বাইকের পরে এবার পাঠাও ফুড

ঢাকা: বাইক দিয়ে যাতায়াত করার জন্য দেশের সেরা অ্যাপ ‘পাঠাও’। এর সাথে স্বাদের খাবার মানুষের কাছে সহজে পৌছে দিতে এবার আসলো ‘পাঠাও ফুড।’ আজ রাজধানীতে পাঠাওয়ের প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয় পাঠাওয়ের নতুন সার্ভিস ‘পাঠাও ফুড।