ব্যবসা ও বাণিজ্য
বাজারের সবজির দাম কমেছে

ঢাকা: রাজধানীর কাচাঁবাজারের সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও অন্য বছরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। একই অবস্থা পেঁয়াজের দামেও। অন্যান্য পণ্যের দামে তেমন হেরফের হয়নি।
বাজারের সবজির যথেষ্ট সরবরাহ আছে। এ কারণে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে। কেজিতে ২০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। প্রতি কেজিতে ১০ টাকা কমে শিম ও বেগুন ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ১৮ থেকে ২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। কমেছে আদার দামও। কেজিতে ১০ টাকা কমে দেশি আদা ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
বেড়েছে আমদানি করা চীনের রসুনের দাম। প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে এই রসুন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের দামে তেমন পরিবর্তন হয়নি, প্রতি কেজি মিলছে ৬০ থেকে ৭০ টাকায়। অন্যান্য পণ্যের মধ্যে চাল আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। আটা-ময়দা, ভোজ্যতেল, চিনি ও মসলার দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। মাছ ও মাংস আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।
নতুন বার্তা/এমআর