খেলা
বার্সালোনা কে পেছনে ফেলে শীর্ষে সেভিয়া

রিয়াল ভাল্লাদলিদকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া। এ সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লস হিস্পালেনসেরা। এতে একধাপ করে নিচে নেমে গেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
রোববার রাতে নিজেদের দুর্গে ভাল্লাদলিদকে ১-০ গোলের জয় তুলে নেয় সেভিয়া। ম্যাচের ৩০ মিনিটে জয়সূচক গোলটি করেন আন্দ্রে সিলভা। পাবলো সারাবিয়ার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি লিগে পর্তুগিজ এ ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।
এ জয়ে ১৩ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সেভিয়া। শনিবার রাতে অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সা। ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে মাদ্রিদের ক্লাবটি।
উল্লেখ্য, লা লিগার ইতিহাসে একবারই শিরোপা জিতেছে সেভিয়া। ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপাটি জেতে।