ব্যবসা ও বাণিজ্য
বিএটিবি’র শেয়ার প্রতি ৬০ টাকা লভ্যাংশ অনুমোদন

ঢাকা: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) এর ৪৫ তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০১৭ সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন লাভ করে। পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারগন ২০১৭ সালের জন্য প্রস্তাবিত শেয়ার প্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন। এছাড়াও শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।