রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

ঢাকা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে আজ রাতে জরুরি বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আগামী ৮ ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা ও দেশের সার্বিক অবস্থা সামনে রেখে রাত সাড়ে আটটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন খালেদা জিয়া।
নির্বাচনের আগে বছর খানেক হাতে থাকতে মামলার রায় সামনে রেখে আজকের বৈঠকটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা। বৈঠকে দলের পরবর্তী কর্মকৌশল ঠিক হতে পারে বলে মনে করছেন তারা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ প্রমাণিত হলে খালেদা জিয়ার কারাদন্ড হতে পারে। সেক্ষেত্রে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আযোগ্য হবেন তিনি।
নতুন বার্তা/কেকে