বিনোদন
বিচারপতি বদলি, আজও হচ্ছে না সালমানের জামিন

মুম্বাই: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গতকাল শুক্রবার সালমান খানের জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখে আদালত। আজ শনিবার তাঁর সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলার বিচারপতি হঠাৎ বদলি হয়ে যাওয়ায় আজও হচ্ছে না জামিনের শুনানি। ফলে আরো কিছু রাত জেলেই কাটাতে হতে পারে ভাইজানকে।