আইন-আদালত
বিচার বিভাগ স্বাধীন: আইনমন্ত্রী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে মঞ্জুর হওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে, বিচার বিভাগ স্বাধীন।
সোমবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও জানান, হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পরই মুক্তি পাবেন খালেদা জিয়া।
মন্ত্রী বলেন, ‘এই আদেশের পর দুর্নীতি দমন কমিশন কী করবে সেটা তাদের বিষয়। তবে আমি এটুকু বলতে পারি, বিচার বিভাগ স্বধীন এটা প্রমাণিত হল। সরকার এ মামলায় হস্তক্ষেপ করছে বলে বিএনপি নেতারা যেসব অভিযোগ তাও ভিত্তিহীন বলে প্রমাণিত হলো।’
এর আগে দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।