দৈনিক ভালো খবর
বিনামূল্যে চিকিৎসা সেবা মিলবে আদ্-দ্বীন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে

রাজধানী পোস্তগোলার জুরাইনে অবস্থিত আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা। আগামী ১৬ মার্চ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা দিবে হাসপাতালটি। মাসব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা সেবা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চালু থাকবে।
মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় বহির্বিভাগের মাধ্যমে গর্ভবতী মায়েদের চেকআপ, স্বাভাবিক ডেলিভারি সেবা, সিজারিয়ান ও ডেলিভারি সংক্রান্ত অপারেশনসহ স্ত্রীরোগ সংক্রান্ত অন্যান্য চিকিৎসা সেবা দিবে হাসপাতালটি। পাশাপাশি এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সম্পর্কিত যাবতীয় খরচ বহন করবে হাসপাতালটি। শুধুমাত্র স্বল্প রেজিস্ট্রেশন ফির বিনিময়ে গর্ভবতী মায়েরা এই সেবা গ্রহন করতে পারবেন।
এ বিষয়ে আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আদ্ দ্বীন এর ব্রতকে সামনে রেখে আমরা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাজের সুবিধা বঞ্চিত থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ আমাদের সেবা গ্রহণ করছেন। আমরা এ বছর পরিকল্পিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি’।