বাণিজ্য বার্তা
বিমা সেবার পরিধি বিস্তারে অবদান রাখা শীর্ষ স্থানীয় এজেন্টদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ

বাংলাদেশের মানুষের জন্য বিমা সেবার পরিধি বিস্তারে অবদান রাখা শীর্ষ স্থানীয় এজেন্টদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের জেনারেল ম্যানেজার, বাংলাদেশ, সৈয়দ হাম্মাদুল করীম; চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মো: জাফর সাদেক চৌধুরী; ভাইস প্রেসিডেন্ট, এজেন্সি ডিস্ট্রিবিউশন, এশিয়া, মারওয়ান মাতার এবং চিফ এজেন্সি অফিসার নাফিস আখতার আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১৬,০০০ এজেন্ট ও কর্মী নিয়ে ১০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ।