বিনোদন
বিশ্বকাপ নিয়ে মাহবুবুল এ খালিদের গান

ঢাকা: মানুষে মানুষে সম্প্রীতির বার্তা নিয়ে অনলাইন ও ইউটিউবে মুক্তি পেলো রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ নিয়ে গান। ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহবুবুল এ খালিদ। সংগীতায়োজন করেছেন আতিকুর রহমান রোমান। আর এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক অধিকারী এবং ‘বাংলাদেশ আইডল’ সানজিদা মাহমুদ নন্দিতা।