রাজনীতি
বিশ্ব গণমাধ্যমে দলের বক্তব্য রাখলো বিএনপি

ঢাকা: খালেদা জিয়ার দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ব্রিফিং করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।
শুক্রবার বিকেলে ৪টার কিছু পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বহির্বিশ্বির জনপ্রিয় গণমাধ্যমের কাছে বিএনপির নেত্রীর মামলা, রায়, কারাদণ্ড, রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থানসহ সার্বিক বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা।
আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে আল জাজিরা, এএফপি, এপি, বিবিসি, জার্মান রেডিও, সিনহুয়া, ইন্ডিয়া ২৪ ঘণ্টা, জিনিউজ, ভয়েস অব আমেরিকা, গার্ডিয়ান প্রমুখ রয়েছে বলে জানিয়েছেন দলটির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,. ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত রয়েছেন।
নতুন বার্তা/এমআর