মতামত
বিয়ে নারীকে দেয় কি?

‘মেয়ে বড় হইসে? দিনকাল ভালো না, বিয়ে দিয়ে দেন। আরে বিয়ের পরেও পড়তে পারবে তো! পড়াশোনা শেষ? এখনো বিয়ে দিচ্ছেন না কেন? মেয়ের কামাই খাবেন? কতো টাকা রোজগার করে? এই টাকায় তো লিপিস্টকও কেনা যায় না, বিয়ে দিয়ে দেন, জামাইর টাকায় ইচ্ছামতো শপিং করুক, ঘুরে বেড়াক। আরে নাতি-নাতনির মুখ দেখতে হবে তো, বয়স তো আর বসে থাকবে না!’
কথাগুলো কম-বেশি অনেক অবিবাহিত নারীর অভিভাবককেই শুনতে হয় পাড়া-পড়শী, আত্মীয়-স্বজনদের কাছ থেকে। বিবাহযোগ্যা নারীকেও ঘরে-বাইরে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়। পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় এবং কাজের জায়গায় একটিই প্রশ্ন ঘুরেফিরে- বিয়ে কেন করছো না? সমস্যা কি? পরিবারের লোকজনের একটিই চিন্তা- বিয়ে না হওয়া মানে মেয়ের জীবন নষ্ট, বাপ-মায়ের মান-সম্মান নষ্ট। স্বামী ছাড়া মেয়ে আর ছাড়া গরু এক কথা।