জাতীয়
বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

ঢাকা: সারাদিনই বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল সাতটা থেকেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে ঢাকার আকাশ। রাতের আঁধার নেমে আসে শহরজুড়ে। এরপর ঘুর্ণি হাওয়াসহ প্রবল বৃষ্টি শুরু হয়।
কালো মেঘে ঢেকে থাকা আঁধার চিরে বিজলী চমকানোসহ বজ্রপাত রাজধানীজুড়ে। আকস্মিক এ ঝড়ের বেগ ছিল প্রচণ্ড। হঠাৎ এ ঝড়ে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানায়, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।
তাদের দুটো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কালবৈশাখীর গতিবেগ নির্ণয় করা হয়েছে। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে আটটায় আঘাত হানা কালবৈশাখীর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার। রাজধানীর আগারগাঁওয়ে আরেক পর্যবেক্ষণ কেন্দ্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে ওই সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ এবং আগামী আরও দুদিন ঝড়বাদলের মধ্যেই কাটবে।