পশ্চিমবঙ্গ-আসাম-ত্রিপুরা
বোতলবন্দি জ্যান্ত ভূতের দাম ৫ লাখ!

কলকাতা: ভূত কিনবেন? বোতলবন্দি ভূতের দাম পাঁচ লক্ষ টাকা। সেই জ্যান্ত ভূত কিনতেই বাগুইআটি থেকে বর্ধমান পাড়ি দিয়েছিলেন দুই ক্রেতা। পরের ঘটনা পুরো সিনেমার মতো। দুই ক্রেতার বুদ্ধির চালে পুলিশের জালে চার ঠগবাজ। পর্দা ফাঁস ভূত বিক্রেতাদের।
জ্যান্ত ভূত দেখানোর গল্প ফেঁদেছিলেন চার শ্রীমান। ভূত কিনতে চেয়ে ফোনে ফোনে যোগাযোগ করে বাগুইআটির দুই আগ্রহী ক্রেতা। এদের মধ্যে একজন ছিলেন আবার কবিরাজ। কোনও মৃত সঞ্জীবনী ওষুধ জেনে নেওয়ার ইচ্ছে ছিল তার। সেই মতোই ভূত কিনতে বর্ধমান পাড়ি দেন তাপস ও বাসুদেব। ফোনে জানানো হয়, বোতলবন্দি ভূতের দাম ৫