খেলা
ব্যাটিংয়ে বাংলাদেশের ধারাবাহিক বিপর্যয়!

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে টাইগার বাহিনী। ২২ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ৯১।
এশিয়া কাপে আজ সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে ডেকে আনা হয়েছিল সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। আজ একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল। আর অভিষেক হচ্ছে নাজমুল ইসলামের।