বাণিজ্য বার্তা
ব্রাদার্স ফার্নিচারের শো-রুম এখন খিলগাঁওয়ে

দেশের আসবাব শিল্পের শীর্ষস্থানীয় ব্রান্ড ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম খিলগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ সরকার,পরিচালক শরিফুজ্জামান সরকার, হেড অফ মার্কেটিং এন্ড সেলস জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাদার্স ফার্নিচার লি: এর এই শোরুমটিতে সব ধরনের হোম ফার্নিচার ও অফিস ফার্নিচার পাওয়া যাবে। শোরুম উদ্বোন উপলক্ষে আকর্ষণীয় নগদ ছাড় পাবেন ক্রেতারা।