পশ্চিমবঙ্গ-আসাম-ত্রিপুরা
ভারতের দুর্ভাগ্য যে বিজেপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে: মমতা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভারতের দুর্ভাগ্য যে বিজেপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে।’
তিনি সোমবারপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়াম মাঠে এক জনসমাবেশে দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।
মমতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘ওরা মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। মানুষকে বলছে আধার কার্ড নাও, সেই কার্ডে টাকা রেখে সব টাকা লোপাট হয়ে গেল।’