রাজনীতি
ভারতের পক্ষে কথা বলার অধিকার তো তাকে কেউ দেয়নি: ফখরুল

ঢাকা: ‘ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তাকে ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি’ হিসেবে অভিহিত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত বৌদ্ধ নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ওবায়দুল কাদেরের বক্তব্যে উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভারত বলেছে তারা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। কথাটার অর্থ কী? কেউ কি বলেছে যে ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? উনাকে কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটা বলার? এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যা সৃষ্টি করলেন তিনি। কারণ ভারতের পক্ষে কথা বলার অধিকার তো তাকে কেউ দেয়নি। তিনি এটা বলেছেন যা গোটা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ করে দিচ্ছে।’
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ভারত সফর করে। দেশে ফিরে প্রতিনিধিদলের নেতা ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন,