রাজনীতি
ভারত সফরের সঙ্গে নির্বাচনেরসম্পর্ক নেই: কাদের

ঢাকা: আওয়ামী লীগ নেতাদের ভারত সফরের সঙ্গে আগামী সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছেন। আসন্ন এই সফর সম্পর্কে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার ১৯ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখানে নির্বাচনের কোন সম্পর্ক নেই। আমরা ইন্ডিয়া যাচ্ছি, সেখানে ভারতের প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবো, এটাইতো স্বাভাবিক। আমরা তাদের পার্লামেন্ট ভবনে যাবো। কেননা আমাদের প্রতিনিধি দলের অধিকাংশই পার্লামেন্ট মেম্বার।
তিনি আরো বলেন, আমরা ভারতের পার্লামেন্টে অধিবেশন চলাকালে যে প্রসিডিউর সেটাও পরিদর্শন করবো। এটা আমাদের অভিজ্ঞতার জন্যই