জাতীয়
ভোলায় দুই দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি

ভোলা: ভোলায় ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলা আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক সুউচ্চ জ্যাকব ওয়াচ টাওয়ার ও বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন ও সুধী সমাবেশে যোগ দেবেন।
রাাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ভোলার বাংলাবাজার ও চরফ্যাশন উপজেলা উৎসবের আমেজে পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। নেতাকর্মী ও প্রশাসনের কর্মকতারা ব্যস্ত সময় পার করছেন।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত ভোলা ও চরফ্যাশনবাসী।
স্থানীয় সূত্রে থেকে জানা যায় , ভোলা ও চরফ্যাশনবাসী অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে বরণ করতে এবং এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকবাসী।