ব্যবসা ও বাণিজ্য
মনের বন্ধু’র সাথে কাজ করবে আইপিডিসি

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশের নারীদের জন্য মানসিক সুস্থতা ও মাতৃত্ব বিষয়ে কর্মশালা আয়োজনের লক্ষ্যে সম্প্রতি মনের বন্ধু’র সাথে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে। এই কর্মশালাগুলো ‘লিন ইন’ বাংলাদেশ চ্যাপ্টার সার্কেল-এর অংশ হিসেবে পরিচালিত হবে। লিন ইন-এর এই সার্কেলটি লিন ইন ডট অর্গ প্ল্যাটফর্ম অনুযায়ী কর্মশালাগুলো সাজাবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) পঞ্চম লক্ষ্য ‘লিঙ্গ সমতা’ অর্জনে আইপিডিসি একটি বড় পদক্ষেপ গ্রহণ করবে।