বাক্যহোমপেজ স্লাইড ছবি
মহাবিশ্ব সম্পর্কে জানতে দেখতে পারেন যে দশটি ডকুমেন্টারি

আলিম আল রাজি: মহাবিশ্ব আমাদের সব সময় টানে। কত রহস্য লুকিয়ে আছে এখানে। কোথা থেকে কীভাবে এর উদ্ভব? রাতের আকাশে কীভাবে উল্কাবৃষ্টি হয়, কেন হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছর পর একবার করে সূর্যকে ঘুরে যায়। সুপারনোভার মধ্যে লুকিয়ে আছে কত অজানা রহস্য। এসব জানার আগ্রহ আমাদের সবার। তাই মহাবিশ্ব সম্পর্কে জানতে দেখতে পারেন ইউটিউবেই মহাবিশ্ব নিয়ে বানানো ডকুমেন্টারিগুলো।
১. JOURNEY TO THE EDGE OF THE UNIVERSE
https://www.youtube.com/watch?v=bVQpwxgMQCg&t=3262s
কতবার যে দেখা হয়েছে এই ডকুমেন্টারিটা! নেশা ধরে যায় দেখতে গিয়ে। নিজেকে, নিজের অস্তিত্বকে এত ক্ষুদ্র, এত তুচ্ছ মনে হয় এই ডকুমেন্টারি দেখার পরে! ১ ঘন্টা ১০ মিনিটের সময় ন্যারেটর যখন বলেন – ‘ইফ উই সাডেনলি ডিসএপেয়ার, হু উইল ইভেন নোটিস…’ তখন বুকটা খা খা করে একদম। অ্যালেক বাডউইনের কণ্ঠ আপনাকে সম্মোহিত করে ফেলবে প্রথম কয়েক মিনিটেই।
২. Earth: Making Of A Planet
https://www.youtube.com/watch?v=5LRphWSYCns
কীভাবে তৈরি হলো আমাদের প্রিয় গ্রহ, কীভাবে আজকে আমরা এখানে তার বৈজ্ঞানিক বিবরণ। কতগুলো ঝড়, কতগুলো মহাপ্রলয় সয়েছে আমাদের এই পৃথিবী আমাদেরকে যায়গা দিতে গিয়ে তা জানা যাবে এখান থেকে। অসাধারণ রোমাঞ্চকর ডকুমেন্টারি। এটাও দেখা হয়েছে অসংখ্যবার। আমি কোনো মুভিতেও আজ পর্যন্ত এতটা রোমাঞ্চ পাইনি এই ৯০ মিনিটের ডকুতে যা পেয়েছি।
৩. Explore The Milky Way Galaxy
https://www.youtube.com/watch?v=xwSQVSlccCg&t=265s
যে গালাক্সিতে আমাদের বাস, আমাদের বাড়ি সেই গ্যালাক্সি সম্পর্কে না জানলে হবে? মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে আমার দেখা সবচেয়ে সুন্দর ডকুমেন্টারি।
৪. Monster BLACK HOLE
https://www.youtube.com/watch?v=VzWTyufdkug
২০১৭ সালের ডকুমেন্টারি। তখনও ব্ল্যাকহোলের ছবি দেখা যায়নি। তবে ভালো লাগবে।
৫. The Earth is Not Alone
https://www.youtube.com/watch?v=VymuQC0o7yQ
মহাবিশ্বে আমরা কি একা? কেউ আছে আমাদের মত আর?
কিংবা আছে আর কোনো গ্রহ যেখানে ভবিষ্যত প্রজন্ম বড় হতে পারবে? উত্তর পাওয়া যেতে পারে এই ডকুমেন্টারি থেকে।
৬. Mysterious Universe
https://www.youtube.com/watch?v=WifRMy2oOaw
দুই ঘন্টা সময় লাগবে দেখতে। কীভাবে চলে যাবে এই সময়টা টেরও পাবেন না।
৭. Mars Making the New Earth
https://www.youtube.com/watch?v=_50N5QoQoc4
অন্য কোনো গ্রহকে মানুষের বাসযোগ্য করে তোলার প্রক্রিয়াকে বলে টেরাফর্মিং। মঙ্গলকে যদি মানুষের বাসযোগ্য করতে হয় তাহলে কী কী করতে হবে? হাইপোথিটিকাল ডকুমেন্টারি। একটু বোরিং লাগতে পারে। কিন্তু মজা আছে।
৮. “Hubble Deep Field” Amazing Images
https://www.youtube.com/watch?v=vY9H7zAofmA
স্পেস সায়েন্সকে পরিষ্কারভাবে দুইভাগে ভাগ করে ফেলা যায়। হাবল টেলিস্কোপের আগে সময় এবং পরের সময়। ১৯৯০ সালে লঞ্চ করা হাবল আমাদেরকে কী কী দেখালো তা নিয়ে এই ডকুমেন্টারি। আমার খুব প্রিয়।
৯. Last Day of The Dinosaurs
https://www.youtube.com/watch?v=64SC4hooCoY
দূরের কিছু না। আমাদের গ্রহ নিয়ে বানানো ডকুমেন্টারি এটা। মিলিয়ন বছর আগের এক মহাপ্রলয়ের গল্প। ডাইনোসোরদের শেষ দিন।
১০. Carl Sagan’s “COSMOS”
https://www.youtube.com/playlist…
লাস্ট বাট নট দ্যা লিস্ট। ক্লার্ল স্যাগানের সাথে মহাবিশ্ব ভ্রমণ। ১৩ টা পর্ব। মোট ১৩ ঘন্টা। যারা এখনো দেখেননি দেখে ফেলতে পারেন। মনে রাখার মতো ১৩টি ঘন্টা হবে, কথা দিচ্ছি।