রাজনীতি
‘মানুষ খালেদা জিয়া ও বিএনপির সঙ্গে নেই’

মাদারীপুর: দেশের মানুষ খালেদা জিয়া ও বিএনপির সঙ্গে নেই বলে মন্তব্য করছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে যে সাজা আদালত দিয়েছে, তার প্রতিবাদে কোন মিছিল-মিটিং, প্রতিবাদ হয়নি। অথচ আমরা এরশাদবিরোধী আন্দোলনে কারফিউয়ের মধ্যেও আন্দোলন সংগ্রাম করেছিলাম। এতেই প্রমাণিত হয়, মানুষ খালেদা জিয়ার সঙ্গে নেই।
শুক্রবার দুপুরে মাদারীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শাজাহান খান। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহায়তায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি আর্টিফিশিয়াল টার্ফ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বিএনপি তাদের নেত্রীকে বাঁচাতে হাইকোর্টে আপিল করতে পারে। কিন্তু বিগত দিনে দেখেছি, হাইকোর্ট অনেক সময় দুর্নীতির জন্য সাজা বাড়িয়েছে। তার রায়ে সাজা বাড়াতেও পারে।
নতুন বার্তা/এমআর