খেলাহোমপেজ স্লাইড ছবি
মুমিনুলের সেঞ্চুরিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো ছিলো না। মিরপুর টেস্টের প্রথম সকালে ৫৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
শুরুতেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইমরুল কায়েসকে ফিরিয়ে দেন কাইল জার্ভিস। ১৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। ভুগছিলেন শুরু থেকেই। মাঝ ব্যাটে খেলতে পারছিলেন খুব কমই। ক্রিজে আধ ঘণ্টা কাটিয়েও হতে পারেননি স্বচ্ছন্দ। স্টাম্পের বল ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন কিপারকে। ঝাঁপিয়ে বল গ্লাভসে নেন রেজিস চাকভা।
বাজে এক শটে টেস্টে অভিষেকে শূন্য রানে ফিরেন মোহাম্মদ মিঠুন। একাদশে ফেরা পেসার ডোনাল্ড টিরিপানোর অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ব্রেন্ডন টেইলরের হাতে।
শুরুটা সাবধানে পার করলেও লিটন আউট হন আলগা শটে। বাংলাদেশ হারায় আরেক ওপেনারকেও। কাইল জার্ভিস করেন তার দ্বিতীয় শিকার।
লেগ-মিডলে থাকা বলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি লিটন। প্রিয় ফ্লিক শট খেললেন একটু শক্ত হাতে। বল সোজা চলে যায় মিড উইকেটে ব্র্যান্ডন মাভুটার হাতে।
শুরু টা ভালো না হলে ও দুঃসময়ের বৃত্ত ভেঙে মুমিনুল ফিরেন দারুণভাবে। রানে ফিরেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। ঘুরে যায় বাংলাদেশের ম্যাচ ও।
ফিফটি করতে তিনি খেলেন ৯২ বল। পরের পঞ্চাশে বল লাগে কেবল ৫৮টি। সিকান্দার রাজার ফুল টসে দারুণ ফ্লিকে শতরান ছুঁলেন ১৫০ বলে।
৩১ টেস্টে এটি মুমিনুলের সপ্তম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশর হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে এককভাবে দুইয়ে উঠে গেলেন মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে। আশরাফুলের ৬ সেঞ্চুরি ৬১ টেস্টে।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ ওভারে ২০৭ রান। ক্রিজে মুমিনুল ১৬৪ বলে ১১৫ রান এবং মুশফিকর রহিম ১৩২ বলে ৭১ রানে অপরাজিত আছেন।
উল্লেখ্য, বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুনের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। গত ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই পেসার।
বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।