ক্রিকেট
মেলবোর্ন পিচ নিয়ে সমালোচনায় আইসিসি

সিডনি: অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের মেলবোর্ন পিচ নিয়ে এবার সমালোচনা করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন স্মিথ ও জো রুটের সমালোচনার সাথে একই সুরে কথা বললো আইসিসি। এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার পিচ নিয়ে রিপোর্ট করা হয়েছে। প্রথমবারের মত সমালোচনার মুখে পড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট।
মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের আগে পুরো সিরিজেই কোনঠাসা ছিলো ইংল্যান্ড। মেলবোর্ন টেস্টে জয়ের স্বপ্নও দেখছিলো ইংলিশরা। কিন্তু শেষ দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচটি ড্র করতে পারে স্বাগতিকরা। গেল ২০ বছরে বক্সিং-ডের টেস্ট ইতিহাসে এটি ছিলো দ্বিতীয় ড্র। ড্র’র স্বাদ নিয়ে ম্যাচ শেষে পিচ নিয়ে কঠোর সমালোচনা করেন স্মিথ ও রুট।
স্মিথ বলেছিলেন, ‘পাঁচদিনেও পিচের কোন পরিবর্তন হয়নি। আমার মনে হয় আমরা যদি আগামী কয়েকদিনও এখানে খেলতে থাকি, তারপরও পিচে কোন পরিবর্তন আসবে না। এমন পিচ টেস্ট খেলার জন্য মোটেও উপযোগি নয়।’
ইংল্যান্ডের রুটের ভাষ্য ছিলো, ‘এটি বক্সিং-ডে টেস্ট খেলার জন্য নয়। এমন পিচে কোন ফলাফল আশা করা বা ফলাফলের জন্য লড়াই করা বোকামি। জয়ের জন্য আমরা আমাদের সামর্থ্যের সবটুকু উজার করে দিয়েছি। কিন্তু এমন পিচে ফলাফল পাওয়া কঠিন।’
স্মিথ-রুটের সাথে আরও অনেকেই পিচ নিয়ে সমালোচনা করেছিলেন। এবার সেই সমালোচনার তালিকায় যুক্ত হলো আইসিসি নিজেই। মেলবোর্নে পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ২৪টি। ব্যাটসম্যানদের দাপট দেখানো ম্যাচে রান হয়েছে ১০৮১।
মেলবোর্নের পিচ নিয়ে আইসিসি’র কাছে রিপোর্ট করেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে। এর পরিপ্রেক্ষিতে আইসিসির গর্ভনিং বডি জানায়, ‘এটি খুবই নি