খেলা
মেসিকে প্রমাণ করতে বিশ্বকাপ জেতার দরকার নেই: ম্যারাডোনা

২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেললেও লিওনেল মেসিকে ফিরতে হয়েছে হতাশ হয়ে। ফুটবলের সবচেয়ে বড় আসরের শিরোপার ঘর ফাঁকা থাকায় কম সমালোচনা শুনতে হয় না তাকে। যদিও ডিয়েগো ম্যারাডোনার মতে, নিজেকে প্রমাণের জন্য বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির।
ক্লাব ফুটবলে অর্জনের ডালি সাজালেও জাতীয় দলের জার্সিতে কোনও শিরোপা নেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। বার্সেলোনার হয়ে এমন কোনও শিরোপা নেই, যেটা জেতা হয়নি তার। ব্যক্তিগত অর্জনেও ট্রফিকেস ভরা মেসির। ক্লাব ফুটবলের সাফল্য ও পারফরম্যান্সে তাকে অনেকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। মুদ্রার উল্টো পিঠও আছে। জাতীয় দলে ব্যর্থ মেসিকে বিশ্বকাপ জিতে নিজেকে প্রমাণের কথা বলেন আবার সমালোচকরা।