বিনোদন
মে মাসেই বিয়ে সোনম কাপূরের!

মুম্বাই: মাত্র তিন মাস আগেই ইতালিতে চুপিসাড়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে চমকে দিয়েছিলেন বিরাট কোহালি আর আনুষ্কা শর্মা। সেই বিয়ের মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এ বার জোর জল্পনা বলিউডের আরও এক অভিনেত্রীর বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, আগামী মে মাসেই নাকি বাঁধা পড়তে চলেছেন সোনম কাপূর। আর বলিউড ফ্যাশনিস্তার পছন্দের ডেস্টিনেশন নাকি হতে চলেছে জেনিভা। পাত্র দিল্লির মাল্টি ব্র্যান্ড স্নিকার বুটিক ‘ভেজ নন ভেজ’-এর কর্ণধার আনন্দ আহুজা। ‘ভেন’ নামের একটি পোশাকের ব্র্যান্ডও রয়েছে তার। যদিও ইনস্টাগ্রামের দৌলতে আনন্দ আর অপরিচিত মুখ নন।