দৈনিক ভালো খবর
যুক্তরাজ্য বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করবে

বাংলাদেশে বৃহৎ আকারে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটির ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ঘোষণা দিয়েছে, তারা বাংলাদেশে ৩০ লাখ পাউন্ড মূল্যমান পর্যন্ত প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার পরিকল্পনা হাতে নিয়েছে। একটি পাইলট প্রজেক্টের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছরগুলোতে প্রকল্পটিতে প্লাস্টিকের রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্যতা আরও বাড়ানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।