ঢাকার বাইরে
রাজশাহীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

রাজশাহী: রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সোহেল রানা (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় জমসেদ আলী (২৭) নামে আরও এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা মতিহারের বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে। আহত জমসেদ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাক চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে মহানগরীর খড়খড়ি বাজারের আড়তে আসছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। খড়খড়ি বাইপাস মোড়ে মাছ নামিয়ে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-১২৮৯০) তাদের সাইকেলকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। জমসেদ আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং বিক্ষুব্ধ হয়ে চালককে গণপিটুনি দেয়।
নতুন বার্তা/এমআর